মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইল গাজ্জায় জাতিগত নিধনে লিপ্ত: ডক্টরস উইদাউট বর্ডারস
মুসলিম বিশ্ব ডেস্ক 20 December, 2024 11:10 AM
গাজ্জার ২ স্কুলের আশ্রয়কেন্দ্রে আক্রমণ চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এতে, অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সম্প্রতি, ‘গাজ্জা ডেথ ট্র্যাপ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ), যেখানে দাবি করা হয়েছে, গাজ্জায় ইসরাইলি বাহিনী জাতিগত নিধনে লিপ্ত রয়েছে।
এদিকে, আল জাজিরার গাজার প্রতিনিধি জানান, গাজার পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে, ইসরাইল এই সংকটকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
অন্যদিকে, ইয়েমেনে ইসরাইলি বোমা হামলার পর হুথি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, গাজ্জাকে সমর্থন জানিয়ে তারা ইসরাইলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে প্রস্তুত রয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি আক্রমণে গাজ্জায় কমপক্ষে ৪৫,১২৯ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন ১,০৭,৩৩৮ জন।